কালিহাতীতে অবৈধ বালু ঘাটে অভিযান আটক - ৮ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে অবৈধ বালু ঘাটে অভিযান আটক - ৮

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার অবৈধ বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।  

    কালিহাতীতে অবৈধ  বালু ঘাটে অভিযান আটক - ৮

    এসময় অবৈধভাবে বালু মাটি কেটে বিক্রির সাথে  জড়িত আটজনকে আটক করা হয়।  এছাড়া বালু ভর্তি তিনটি ড্রাম ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।শুক্রবার (১১ এপ্রিল)  আটককৃত ৩ জনকে অর্থদন্ড ও বাকী ৫ জনের বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    আটকৃতরা হলেন- ইয়াকুব (৪৭), শরবেশ আলী  (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১), হাবীব (২৫)।  এরা টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার বাসিন্দা। 

    জানা যায়, বেশ কিছু দিন ধরে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার মহেলা ও  যমুনা সেতু পূর্ব এলাকার বেলটিয়া( থানা ঘাট)  এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছিল স্থানীয় একটি  প্রভাবশালী চক্র ।  খবর পেয়ে  কালিহাতী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সিফাত বিন সাদেক ও যৌথ বাহিনীর সমন্বয়ে বৃহস্পতিবার রাতে  ওই দুই ঘাটে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় আটজনকে আটক করা হয় এবং তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়।  পরে বালু বিক্রির  বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক জব্দ করা হয়। 

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটার কাজে নিয়োজিত আটজনকে আটক করা হয়েছে। এছাড়া তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ ও তিনটি ভেকুর ব্যাটারির সংযোগ  বিচ্ছিন্ন করা হয়। এদের মধ্যে ৩ জন অর্থদন্ড ও বাকী ৫ জনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেইসাথে  বালু ঘাট দুটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।

     অবৈধভাবে যারা মাটি ও বালু বিক্রির ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728