বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইফতার মাহফিল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইফতার মাহফিল

    বাসাইল প্রতিনিধি: 

    বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইফতার মাহফিল


    বৃহস্পতিবার(০৬ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সোনারচর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
     

    বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাইখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারী শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী ও বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখ ড. মুযাফফর বিন মুহসিন।


    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের  বিদেশ বিষয়ক সম্পাদক শাইখ মুহাম্মদ ইবরাহীম আব্দুল হালীম মাদানী, টাঙ্গাইল জেলা জমঈয়তে আহলে হাদীসের সেক্রেটারী শাইখ লোকমান হোসাইন, সহ-সভাপতি শাইখ মো: আব্দুল বাতেন মিয়া, যুগ্ম সম্পাদক শাইখ এনামুল্লাহ বিন ইসমাঈল খান প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728