বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সবক অনুষ্ঠান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সবক অনুষ্ঠান

    জিয়ারত জুয়েলঃ


    টাঙ্গাইলের বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদরাসা ফাযিল থেকে কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উত্তীর্ণ হওয়ায় কামিল(স্নাতকোত্তর) হাদিস ১ম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সবক অনুষ্ঠান

    বৃহস্পতিবার (৩১ জুলাই ) বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাযিল ডিগ্রী অর্জনের পরে কামিল( স্নাতকোত্তর) ডিগ্রীর জন্য হাদিস বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিথিবৃন্দ হাদিস বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিভিন্ন আলোচনা  করেন।

    মাদরাসা গভর্নিং বিডির সভাপতি প্রফেসর আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র থিওলজিকাল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন ধামরাই শরীফ বাগ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোঃ ফায়জুল আমিন সরকার মাদানী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই শরীফ বাগ ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস শাইখ নজরুল ইসলাম,গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ শাইখ আবদুল মালেক মাদানী, হাবলা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা আবদুল হাই, কাঞ্চনপুর এলাহিয়া

     কামিল মাদরাসা’র সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন, নামদারপুর ফাযিল(স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়ারস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ এরশাদ আহম্মেদ (নিশান), এফ ভি.পি হেড অব ডিভিশন ইসলামিক ব্যাংকিং ডিভিশন মোঃ জাকারিয়া মোমেন, মসজিদ আল হেরা ইসলামিক ইনস্টিটিউট আমেরিকা’র ইমাম ও খতিব মোঃ আবু সাইদ প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728