বিমান বিধ্বস্তে সকল নিহত ও আহতদের পাশে থাকবে বিএনপি: আযম খান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বিমান বিধ্বস্তে সকল নিহত ও আহতদের পাশে থাকবে বিএনপি: আযম খান

    বিশেষ প্রতিনিধি:

    কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের নির্দেশে বিএনপি সার্বক্ষণিক সকল নিহতদের পাশে দাঁড়িয়েছে। 

    বিমান বিধ্বস্তে সকল নিহত ও আহতদের পাশে থাকবে বিএনপি: আযম খান

    টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আক্তার হুমায়রা ও মির্জাপুরের তানভীর আহমেদসহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে বিএনপি থাকবে। প্রত্যেক নিহতের পরিবারের কাছে তারেক রহমান সমবেদনা জানিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে বিমান দুর্ঘটনায় নিহত সখীপুরের শিক্ষার্থী হুমায়রার পরিবারের সদস্যের সমবেদনা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিচ্ছিলো, এ নিয়ে বহু আলোচনা হয়েছে। এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে পরবর্তী সময়ে এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না? 


    তিনি আরও বলেন, ‘আমি আশা করবো সরকার যেন হুমায়রার স্মৃতি রক্ষাতে বড় ধরণের পদক্ষেপ গ্রহণ করেন।  হুমায়রা ছাড়াও সকল নিহতদের স্মৃতি যেন সরকার রক্ষা করেন।’ 


    সমবেদনা শেষে নিহত শিক্ষার্থী হুমায়রার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন আহমেদ আযম খান। এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ স¤পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে টাঙ্গাইলের দুই শিক্ষার্থীও রয়েছে। এদের মধ্যে হুমায়রা সখিপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেন রানার মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দেলোয়ার হোসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। মৃত তানভীর মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাতগ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728