বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক :

    টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জু নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

    বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

    বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।  

    গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান রঞ্জু বাসাইল এসআরপাড়া এলাকার রবি মিয়ার ছেলে। তিনি বাসাইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

    জানা গেছে, বাসাইল থানা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইল এসআরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তাফিজুর রহমান রঞ্জুুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ। গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728