টাঙ্গাইলটাইম24 ডটকমের বিশেষ প্রতিনিধির মায়ের মৃত্যু ! - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলটাইম24 ডটকমের বিশেষ প্রতিনিধির মায়ের মৃত্যু !

    সখীপুর, প্রতিনিধি:

    টাঙ্গাইলের সখীপুর উপজেলা  টাঙ্গাইলটাইম24 ডটকমের বিশেষ প্রতিনিধির মাতা বাহারজান নেছা ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
    টাঙ্গাইলটাইম24 ডটকমের বিশেষ প্রতিনিধির মায়ের মৃত্যু !
     আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর রাত ৪ঃ৩০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর । সকাল ১১ টায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 
     
    তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, বাংলাদেশ শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, গজারিয়া শান্তি কুঞ্জ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ভূঁইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ সকল সাংবাদিক শিক্ষক ও আত্মীয়-স্বজন শোক প্রকাশ করেছেন।
     
    তিনি মৃত্যুকালে নয় সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।  তিনিটাঙ্গাইলটাইম24 ডটকমের বিশেষ  প্রতিনিধি তাইবুর রহমানের মাতা। তার মায়ের জন্য সকলের নিকট মাগফেরাত কামনা করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728