সখীপুরে ৯৩ ব্যাচের মিলন মেলা ও ইফতার মাহফিল
তাইবুর রহমান:
টাঙ্গাইলের সখীপুরে ৯৩ ব্যাচের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
৯ এপ্রিল মঙ্গলবার সখীপুরের ঐতিহ্যবাহী ভোজন বিলাস হোটেলে ৯৩ ব্যাচের মিলন মেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।সখীপুরের বিভিন্ন
প্রতিষ্ঠানে হতে ১৯৯৩ সালে যারা এসএসসি এবং দাখিল পাস করেছে তাদের নিয়ে এ
মিলন মেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
ওই সনে উপজেলার বিভিন্ন
প্রতিষ্ঠান হতে পাশ করা শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে
অধিষ্ঠিত রয়েছে। তারা এ মিলনমেলায় এসে তাদের পূর্ববন্ধুত্বকে ফিরে পেয়ে
আবেগ আপ্লুত হয়ে পরে । এই মিলন মেলা যেন প্রতিবছর আয়োজন করা হয় সকলেই এ
প্রত্যাশা ব্যক্ত করেন।
No comments