Saturday, May 20, 2023

ভাসানী বিশ্ববিদ্যালয়ে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাইসুল ইসলাম লিটন: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা শনিবার(২০ মে)  সম্পন্ন হয়েছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ দুইটি কেন্দ্রে একাডেমিক কাম রিসার্চ ভবন ও ২য় একাডেমিক ভবনে ১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ২৭ মে ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ৩ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে আনা নেওয়ার  জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলামকে নিয়ে ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: