তাইবুর রহমান, সখীপুর:
টাঙ্গাইলের সখীপুরে সাফা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ
(১২মে)শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের একটি
ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সে উপজেলার গড়গোবিন্দপুর
গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের মেয়ে ও সখীপুর পাইলট উচ্চ বালিকা
বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ
ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, নিহত সাফা ও তার ছোটভাই তাদের মাকে
নিয়ে গজারিয়া শান্তিকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান
ভূইয়ার বাসায় ভাড়া থাকত। নিহতের মা গ্রামের বাড়িতে বোরো ধান সংগ্রহের
জন্য যান। বিকেল পাঁচটায় ছোট ভাই বাসায় ফিরে স্কুলছাত্রী সাফাকে ঘরের
আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ দৃশ্য দেখে সাফার
ছোট ভাই চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়
কয়েকজন প্রতিবেশী জানান, মরদেহের পা মাটির সঙ্গে ঠেকানো ছিল। এতে ঘটনাটি
আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে বেশ সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনার সঠিক তদন্ত
দাবি করছি।
সখীপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এখনই মৃত্যুর সঠিক কারণ বলা
যাচ্ছে না। আপাতত একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । পরে ময়নাতদন্ত রিপোর্ট
অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলটাইমস/এমএকিউ
নিউজটি শেয়ার করুন
0 coment rios: