বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৫জনসহ ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৩ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইল পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ সমর্থিত
আব্দুর রহিম আহমেদ, কৃষকশ্রমিক জনতালীগ সমর্থিত রাহাত হাসান টিপু,
স্বতন্ত্রপ্রার্থী হয়ে বিএনপি নেতা এনামুল করিম অটল, ওহিদুল ইসলাম মোস্তফা ও
আবুল কালাম আজাদ পিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও ৯টি ওয়ার্ডে
সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন প্রার্থী
মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৫ মে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে
মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় আগামী ২১ জুন ইলেকট্রনিক
ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments