কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ

    রাইসুল ইসলাম লিটন : কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

    এঘটনায় দুইজন আহত হলে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    রোববার (৭ মে) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের মমিননগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

    এবিষয়ে আহত আলহাজের চাচা সাবেদ আলী   কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল মালেকের সাথে আলহাজদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ঘটনাস্থল থেকে আলহাজ তার বোন আলেয়া আক্তারকে নিয়ে রামপুর বাজারে যাওয়ার সময় পূর্বপরিকল্পিত ভাবে আব্দুল মালেক, তার ছেলে মাসুম, মিনহাজ, স্বপ্না বেগম ও সজিব আলীসহ অজ্ঞাত আরো ২-৩ জন হত্যার উদ্দেশ্যে শাবল, লোহার রড ও বাঁশের ফালা দিয়ে আলহাজের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আলহাজের ডাক চিৎকারে তার বোন আলেয়া আক্তার হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন ও আলহাজের শার্টের পকেটে থাকা ৪০ হাজার ৬শত টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আলহাজকে আহতবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এবিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728