জাতির স্বার্থে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: খন্দকার মোশাররফ
টাঙ্গাইলটাইমস:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি গণতন্ত্র পুনরুদ্ধার না হয় তাহলে দেশের ভবিষ্যত কী হবে, কেউ বলতে পারবে না। জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
শনিবার (৬ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না। তাদের সিন্ডিকেট, তাদের ব্যবসায়ীরা এ দেশের মানুষের পকেট থেকে লুটপাট করে বিদেশে পাচারের জন্য এই পরিস্থিত সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘আজ মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে, গরিব আরও গরিব হয়ে গেছে। তারা পেট চালাতে পারে না। এ অবস্থায় দেশকে এই সরকারের হাত থেকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনও নির্দলীয়, নিরপেক্ষা, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই শেখ হাসিনাকে সরকার থেকে হটিয়ে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গণ-আন্দোলন ছাড়া বিকল্প নেই। সময় অতি সন্নিকটে।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিএনপি চেয়ারপার্সেন জয়নুল আবেদীন ফারুক প্রমুখ।
টাঙ্গাইলটাইমস/এমএকিউ
নিউজটি শেয়ার করুন
No comments