টাঙ্গাইলে হেরোইন বিক্রি মামলায় নারীর যাবজ্জীবন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে হেরোইন বিক্রি মামলায় নারীর যাবজ্জীবন

     

    রাইসুল ইসলাম লিটন:
     
    টাঙ্গাইলে হেরোইন বিক্রির দায়ে লিপি বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার(৩০ মে) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন। দন্ডিত লিপি বেগম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী সওদাগর পাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী। আদালতের সরকারি কৌঁশুলী এস আকবর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
     
    টাঙ্গাইলে হেরোইন বিক্রি মামলায়  নারীর যাবজ্জীবন

     
    কৌঁশুলী এস আকবর খান জানান, ২০২২ সালের ৬ মার্চ টাঙ্গাইল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব ১০০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির দুই লাখ ১৯ হাজার টাকা সহ লিপি আক্তারকে(৩৬) গ্রেপ্তার করেন। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার এ  মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত উভয় পক্ষের শুনানী শেষে লিপি বেগমকে যাবজ্জীবন কারাদন্ড ও  ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। 
     
    মামলা চলাকালে লিপি বেগম জেল-হাজতে থেকে একাধিকবার জামিন আবেদন করলেও প্রতিবারই আদালত না মঞ্জুর করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 
     
    তিনি আরও জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা সাধারণত এত অল্প সময়ে শেষ হয়না। আদালতের সদিচ্ছা ও সংশ্লিষ্টরা সহযোগিতা করায় এত স্বল্প সময়ের  মধ্যে মামলার রায় ঘোষণা করা সম্ভব হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728