বাসাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে রিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ মে) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নিহতের স্বামী খোকন মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে উপজেলার কলিয়া মধ্যপাড়া এলাকার মেছের আলীর ছেলে খোকন মিয়া ওরফে সিয়ামের সাথে পারিবারিকভাবে একই উপজেলার সুন্যা ঘোনাপাড়া এলাকার জামালের মেয়ে রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। বিয়ের পরপরই খোকন তার স্ত্রীকে নিয়ে পৃথক হয়। সম্প্রতি সময়ে স্ত্রী রিনা আক্তার ও স্বামী খোকনের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বুধবার সকালেও রিনার সঙ্গে খোকনের মনোমালিন্য হয়। এরপর দুপুরে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় রিনার লাশ পাওয়া যায়। তবে, তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রিনাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। নিহতের বাবার বাড়ির লোকজনের এমনটাই দাবি। নিহতের শাশুড়ি রুকেয়া বেগম বলেন, ‘আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন আগে পৃথক হয়েছে। ছেলে খোকন এখনও বিদেশে আছে। এক যুবকের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে খোকন ও তার স্ত্রীর মাঝে ঝামেলা চলছিল। সকালে খোকনের বউ ঘুম থেকে উঠে ভালোভাবেই চলাফেরা করছিল। কিন্তু দুপুরের দিকে হঠাৎ করে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পরে পুলিশ এসে লাশটি নিয়ে গেছে। এক যুবকের সঙ্গে খোকনের স্ত্রীর ইমুতে কথা বলার ভিডিও পাওয়া গেছে।’ স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশটি ধর্ণার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে তার পা মাটিতে ঘেঁষে ছিল।’ বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের হাতে কাটার দাগ রয়েছে, তবে সে নিজেই কেটেছে কিনা এটা বোঝা যাচ্ছে না। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
    টাঙ্গাইলটাইমস/এমএকিউ নিউজটি শেয়ার করুন

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728