ঘাটাইলে চিরকুটসহ কার্টনে মিললো নবজাতকের লাশ - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে চিরকুটসহ কার্টনে মিললো নবজাতকের লাশ

     নিজস্ব প্রতিবেদক : 

     টাঙ্গাইলের ঘাটাইলে কার্টনের ভিতর চিরকুটসহ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘কিছু টাকা দিয়ে গেলাম, কেউ শিশুটাকে দাফন করবেন। 

    ঘাটাইলে চিরকুটসহ কার্টনে মিললো নবজাতকের লাশ

     

    শিশুটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ মঙ্গলবার (৯ মে) সকালে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের উপজেলার সিংগুরিয়ার পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে, কার্টনের মধ্যে নবজাতক পাওয়ার খবরে স্থানীয়রা নবজাতককে দেখতে ভিড় করছেন। 

     ওই মসজিদের ইমাম গোলাম মোস্তফা জানান, মসজিদের দরজার পাশে একটি রাইসকুকারের কার্টন রাখা ছিল। কার্টনটি দেখে ভয়ে কেউ খুলতে সাহস পায়নি। পরে কার্টনটি খুলে দেখা যায় এক নবজাতকের লাশ। সাথে একটি চিরকুট ও কিছু টাকা ছিল। 

    খবর পেয়ে পুলিশ এসে লাশটি নিয়ে গেছে। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

     

    টাঙ্গাইলটাইমস/এমএকিউ

    নিউজটি শেয়ার করুন

     

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728