বাসাইলে কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র কর্মশালা অনুষ্ঠিত
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকারি খরচে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌছে দেওয়া ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা বঞ্চিত হতদরিদ্র মানুষে সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পাইলট প্রকল্প হিসাবে এ কর্মসুচি চালু করা হয়েছে। সুশীলন নামের এনজিও সংস্থা এ কর্মসুচী বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
এ দিকে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত কর্মশালায় ইউপি সদস্য সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা করেন বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আব্দুল্লাহ আল আরিফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সুশীলনের ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট মো. মোছা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’র উপজেলার কো-অর্ডিনেটর মাসুদ রানাসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
No comments