মির্জাপুরের এসিল্যান্ডকে প্রেসক্লাবের সাংবাদিকদের বিদায়ী সংবর্ধনা
 জাহাঙ্গীর 
হোসেন,  মির্জাপুর: 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম বুলবুলকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধায় প্রেসক্লাব মির্জাপুর এর পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাব 
মিলনায়তনে সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে আমিনুল ইসলাম বুলবুল 
ছাড়াও এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর সরকারি কলেজের সাবেক 
অধ্যক্ষ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন বাবর, সাবেক সভাপতি
 নিরঞ্জন পাল,  জাহাঙ্গীর হোসেন,  সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন, 
সহসভাপতি জহিরুল ইসলাম শেলী যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, কোষাদক্ষ 
হারুন অর রশিদ,  সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সদস্য শিলা আক্তার 
প্রমুখ। 
উল্লেখ্য মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার 
(ভূমি) আমিনুল ইসলাম বুলবুল ১৪ মাস মির্জাপুর দায়িত্ব পালন করন। এই অল্প 
সময় সরকারি খাস জমি উদ্ধার, জলমহল রক্ষা, নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় 
প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে ব্যাপকভাবে প্রশংসিত হন। তাকে জেলার নাগরপুর 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদলী করা হয়েছে। পরে এসিল্যান্ডকে 
প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা বিদায়ী উপহার তুলে দেন।

No comments