Saturday, June 17, 2023

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (এস.এম. ই) কৃষক কল্যাণ সমিতির আয়োজনে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথকে বিদায় সংবর্ধনা দে'য়া হয়।
রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে সংবর্ধনা

 
 
এ উপলক্ষ্যে শনিবার (১৭ জুন) বিকালে কৃষি অফিস কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিদায়ী বক্তব্য দেন , কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বিদায়ী কৃষি অফিসারের সহধর্মীনী সান্তনা রাণী রায়,  উপজেলার এস এম ই  কৃষক কল্যাণ সমিতির সভাপতি পয়গাম আলী ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, প্রেসক্লাব সহ সভাপতি হুমায়ুন কবির প্রমূখ।

আরো বক্তব্য দেন, এস এম ই কৃষক সদস্য  সাংবাদিক ইসমাম হোসেন, বিএডিসি ডিলার আবু বক্কর সিদ্দিক, শিমুল এগ্রো কোম্পানীর প্রতিনিধি রণজিৎ কুমার রায় প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপ সহকারি কৃষি কর্মকর্মতারা সহ (এস এম ই) কল্যাণ সমিতির সদস্য, বিএডিসির ডিলার, প্রগতিশীল কৃষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী কৃষি কর্মকর্তাকে কৃষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা  হয়। 


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: