মির্জাপুরে মাদকসেবীর ছয় মাসের জেল - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    মির্জাপুরে মাদকসেবীর ছয় মাসের জেল

    মির্জাপুর প্রতিনিধি :

     

    টাঙ্গাইলের মির্জাপুরে আমিরুল (২৫) নামে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমান আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন এই সাজা দেন। আমিরুল পৌর এলাকার পোষ্টকামুরী সওদাগর পাড়ার সোনা মিয়ার ছেলে ।

    মির্জাপুরে মাদকসেবীর ছয় মাসের জেল

    জানা গেছে, আমিরুল উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে বসে মাদক সেবন করছিলো। স্থানীয়রা দেখে খবর দিলে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে তাকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন।



    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728