Saturday, June 3, 2023

ঘাটাইলে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুল লতিফ , ঘাটাইল:

 

টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, পেশাজিবী সমন্বয় পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল  ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

ঘাটাইলে অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত


৩ই জুন (শনিবার) উপজেলার  আমুয়াবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলে বিকেল চারটা পর্যন্ত।

একাধিক বিষয়ে অভিজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। চক্ষু বিষয়ে ঢাকার সন্ধানী চক্ষু হাসপাতালের একাধিক ডাক্তার সেবা দেন। মেডিসিন বিষয়ে ছিলেন তিনজন, শিশু বিভাগ, কিডনী বিশেষজ্ঞ, অর্থোপেডিক, সার্জারী ও নাক কান গলা বিষয়ে অভিজ্ঞ একজন করে ডাক্তার প্রায় দিনপ্যাপী সেবা দেন। সকালেই বিভিন্ন গ্রামের বিভিন্ন বয়সের মানুষ চলে আসেন এ স্বাস্থ্যসেবানিতে। 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য রকিবুল হাসান খান,ঘাটাইল পৌরসভার  কাউন্সিলর এসএম শাহেদ, উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক  সম্পাদক সোয়েব রানা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক সহ আরো অনেকেই।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: