যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে

    রাইসুল ইসলাম লিটন:


    পাঠকপ্রিয় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যায়যায়দিন সমাজে ঘটে যাওয়া সকল ঘটনার প্রতিফলন ঘটাচ্ছে। সমাজের সফলতা-ব্যর্থতা সমানভাবে প্রকাশ করছে। 

    যায়যায়দিন সমাজের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটাচ্ছে

     

    দেশের আর্থ-সামাজিক অবস্থার সৃজনশীল পরিবর্তনে যায়যায়দিন পত্রিকার ভূমিকা দিবালোকের মত স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের হাসি-কান্না, উন্নয়ন-অগ্রগতি, চাওয়া-পাওয়ার দিকে সুক্ষè দৃষ্টি রেখে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

     মঙ্গলবার(৬ জুন) টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মো. মোস্তাক হোসেন, সাপ্তাহিক সমাজ চিত্রের সম্পাদক মামুনুর রহমান মিয়া। অন্যদের মধ্যে বলমতব্য রাখেন, যাযাদি ফ্রেন্ডস ফোরামের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুল।


    টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং পত্রিকাটির ১৮ বছরে পদার্পণে কেক উপহার দেওয়া হয়। পরে অনুষ্ঠানে দুটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন
    প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728