Friday, July 7, 2023

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট থেকে তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় আন্ডারপাসের নীচে সমাবেশ হয়। 

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ
 

এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা ওলামা দল নেতা মাওলান শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমিন অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। 


এসময় বক্তারা বলেন, সুইডেন সরকারের মদদে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত দেয়া হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: