মির্জাপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আওয়ামী লীগ নেতা সানি
মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর:
টাঙ্গাইলের মির্জাপুরের ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।
শুক্রবার বিকেলে ইঞ্জিন চালিত নৌকাযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাঙনকবলিত ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামের দুইশ পরিবারে বাড়ি বাড়ি গিয়ে তিনি এই চাল বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর শিকদার, বাহার উদ্দিন মাস্টার, আলতাফ মিয়া, উপজেলা সৈনিকলীগের সভাপতি টাঙ্গাইল আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট নাসির খান, যুবলীগ নেতা লেমিনুর রহমান খান ইউসুফজাই রছি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২০ জুন থেকে ফতেপুর পালপাড়া, থলপাড়া, বানকাটা ও পারদিঘী গ্রামে ঝিনাই নদীর ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়। ফতেপুর পালপাড়ার শংকরী পরানী পাল, জগৎ মায়া পাল, সাথী রানী পাল, রাধা রানী পাল, চায়না রানী পাল, কমলা রানী পাল জানান, নদীতে ঘরবাড়ি বিলীন হলেও আমরা কোন সহায়তা পায়নি। এই প্রথম আমরা ১০ কেজি করে চাল পেলাম। পরে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি ফতেপুর ও মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সভা করেন।
No comments