Thursday, July 27, 2023

টাঙ্গাইলে ট্রাক চাপ চাপায় প্রাইমারী স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার( ২৭ জুলাই)  ভোরে  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

টাঙ্গাইলে ট্রাক চাপ চাপায় প্রাইমারী স্কুল শিক্ষক নিহত
 

নিহত ওই স্কুল শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম (৫১)। তিনি বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে ও জশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।


আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি জশিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান জানান, ঘটনার পর লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়াও ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: