ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: সখীপুরে আ. আ.লীগের ৪ নেতা বহিষ্কার - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: সখীপুরে আ. আ.লীগের ৪ নেতা বহিষ্কার

    সখীপুর প্রতিনিধি:

    টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করায় চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

    ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: সখীপুরে আ. আ.লীগের ৪ নেতা বহিষ্কার
     

    মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
    বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম ও সংসদ সদস্য আব্দুল গফুর সরকার হিরু। দলের বড়চোনা ইউনিয়ন কমিটি।

    দলীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার কালিয়া, নবগঠিত বড়চোনা ও হিকয়া-রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চারটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। হাতীবান্ধা ইউনিয়নে শাহজাহান খান রবিন ও হুমায়ূন আহমেদ দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। অপরদিকে বড়চোনা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর সরকার হিরু।

    টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/১ বিধি মোতাবেক ওই চার নেতাকে দলীয় শৃঙ্খলা ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য অনুরোধ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728