Monday, July 3, 2023

দেলদুয়ারে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার বিকালে আলিছা বেগম (২৮) নামের এক গৃহবধূর  গলাকাটা লাশ উদ্ধার  করেছে দেলদুয়ার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামে।  এ ঘটনায় স্বামী রাশেদকে আটক করা হয়েছে। 

দেলদুয়ারে এক গৃহবধূর  গলা কাটা লাশ উদ্ধার

 জানা গেছে,  রাশেদ ও আলিছা দম্পতি প্রায়ই পারিবারিক কলহের জের ধরে ঝগড়া লেগেই থাকতো। ঈদের ৭ দিন পূর্বে আলিছা তার স্বামী রাশেদের সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে আসেন। এরপর সোমবার বিকেলে রাশেদ কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী আলিছাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ  ওঠেছে । এ ঘটনায় স্থানীয়রা রাশেদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বাবু রাম প্রসাদ সাহা ঘটনাটি  নিশ্চিত করে জানান,  খবর শুনে ঘটনাস্থল থেকে   পুলিশে খবর দিয়েছেন। 

দেলদুয়ার থানার উপ পরিদর্শক মো. সাঈদ বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহত আলিছার ভাই রাজন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি  নিচ্ছেন।  রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: