সখীপুরের চারটি ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী! জামানত হারাচ্ছেন আ.লীগের ১জন - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরের চারটি ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী! জামানত হারাচ্ছেন আ.লীগের ১জন

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের এক প্রার্থী। আওয়ামী লীগের তিন বিদ্রোহী ও কৃষক শ্রমিক জনতা লীগের এক বহিষ্কৃত নেতা চারটিতে জয়ী হয়েছেন। আজ সোমবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।



    যারা বিজয়ী হয়েছেন তারা হলেন-

    সখীপুরের চারটি ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী! জামানত হারাচ্ছেন আ.লীগের ১জন

    হাতীবান্ধা:

    হাতীবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাজাহান খান ৪ হাজার ৫৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  স্থানীয় সংসদ সদস্যর ভাগ্নে  রনি আহমেদ। তিনি পেয়েছেন ৩ হাজার ১৭৯ ভোট।

    হতেয়া রাজাবাড়ী:


    হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খান ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রবীণ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট।

    কালিয়া :

    কালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন ৭ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৭৭ ভোট।

    বড়চওরনা:
    বরচওনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আজহারুল ইসলাম ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম সরকার পেয়েছেন ৪ হাজার ৪৮১ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আলী ভূঁইয়া যে ভোট পেয়েছেন তাতে, তার জামানত বাজেয়াপ্ত হবে।

    নির্বাচনী আইন অনুযায়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে পাঁচ হাজার টাকা জমা দিতে হয়। জামানত ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রে প্রদত্ত মোট ভোটের ১/৮মাংশ পেতে হবে। যে প্রার্থীরা এই সংখ্যক ভোট পাবেন না, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728