টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

    রাইসুল ইসলাম লিটন:

     

    টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

    টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

     

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার(৩০ জুলাই) জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।


    টাঙ্গাইলের আদালত চত্ত্বরে মানববন্ধন চলাকালে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলীম আকন্দ, জেলা বাকশিস সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সহ-সভাপতি মিজানুর রহমান আখন্দ প্রমুখ। 

    অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা। পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


    স্মারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728