সখীপুরে কৃতি ফুটবলার সবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তাইবুর রহমান, সখীপুর:
সখীপুরে
কৃতি ফুটবলার সবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের আনারকলি যুব সংঘ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন
করে।
মঙ্গলবার
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ঐতিহ্যবাহী আনারকলি মাঠে অনুষ্ঠিত
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অনান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান
জুলফিকার হায়দার কামাল, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সমাজসেবা
অফিসার মনসুর আহমেদ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক কেবিএম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক গোলাম সারোয়ার শিম্মী, সাবেক ভাইস চেয়ারম্যান সবুর রেজা, সাবেক
চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম, গোলাম কিবরিয়াস সেলিম, উপজেলা যুবদলের
আহ্বায়ক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
আনারকলি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম ফজলুল হক।
এছাড়াও ক্লাবের
সাবেক সভাপতি আয়নাল হক খান, সবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বাদশা
মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান শুভ এবং বর্তমান সভাপতি রাসেল
শিকদার উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সখীপুর ফোরাম ট্রাইবেকারে (৫-৩)
গোলে কালিহাতী বল্লা একাদশকে হারিয়ে জয়লাভ করে।
No comments