কালিহাতীতে গৃহ হস্তান্তরে ইউএনও'র প্রেস ব্রিফিং - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীতে গৃহ হস্তান্তরে ইউএনও'র প্রেস ব্রিফিং

    রাইসুল ইসলাম লিটন:

    টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুজিব বর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের পুনর্বাসনের জন্য চতুর্থ পর্যায়ে উপকারভোগীদের নিকট গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। 

    কালিহাতীতে গৃহ হস্তান্তরে ইউএনও'র প্রেস ব্রিফিং

     

    মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ ব্রিফিং করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন প্রেস ব্রিফিংয়ে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সে অনুযায়ী কালিহাতী উপজেলায় প্রথম পর্যায়ে -১৪৫টি, দ্বিতীয় পর্যায়ে-২১টি, তৃতীয় পর্যায়ে-৪৩টি ও চতুর্থ পর্যায়ে ৮৫টি গৃহ সহ মোট-২৯৪ টি গৃহ নির্মাণ করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা ২৭৬টি গৃহ হস্তান্তর করেছি এবং বাকি ১৮টি গৃহ আগামী ৯ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন। 

    এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728