Thursday, August 3, 2023

সখীপুরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সখীপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
 
সখীপুরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

 
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিকুল জসিম উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ি ভালুকা উপজেলার মাঝির ঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, পোল্ট্রি ফার্ম ঘেঁষা পুকুর পাড়ে একা একাই খেলা করছিল সাদিকুল। ওর বাবা মা ওই পোল্ট্রিফার্মের ভেতর কাজ করতে ছিল। কাজের ফাঁকে ছেলেকে না দেখে ডাকাডাকি করে তার মা। পরে পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ বিষয়ে সখীপুর থানায় কেউ কোনো অভিযোগ করেনি।



Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: