টাঙ্গাইলে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুপস্থিত ৮ এমপি
রাইসুল ইসলাম লিটন:
টাঙ্গাইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা রোববার(২০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ ওই মাসিক সভায় উপদেষ্টা পদ মর্যাদার জেলার ৮ জন এমপিই অনুপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, বাসাইল উপজেলাপরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
No comments