কালিহাতীকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    কালিহাতীকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

     রাইসুল ইসলাম লিটন :

    “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

     

    কালিহাতীকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

     

    বুধবার (০৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অংশ হিসেবে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের মধ্য দিয়ে কালিহাতী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।

    পরে দুই শতাংশ জমিতে দু'কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের কবুলিয়ত দলিল প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে তুলে দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী , উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন।

    এসময় জেলা পরিষদের সদস্য আয়নাল হক, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আশরাফ হুমায়ূন বাঙাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728