Wednesday, August 23, 2023

সখীপুরে হত্যা মামলার ৯ মাস পর আসামি গ্রেফতার

তাইবুর রহমান,সখীপুর:


টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ সাহিদা বেগমকে (৪০) হত্যার ঘটনায় তার স্বামী সোনা মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
 
সখীপুরে হত্যা মামলার ৯ মাস পর আসামি  গ্রেফতার

 

হত্যাকাণ্ডের ৯ মাস পর গতকাল মঙ্গলবার  সাভারের ধামরাই এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সখীপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ১৯ নভেম্বর সকালে উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়া তার স্ত্রী সাহিদাকে নিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে লাকড়ি কাটতে দেওবাড়ি বনে যান। 

সেখানে স্বামী স্ত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে পালিয়ে যান।

এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়। এরপর থেকেই সোনা মিয়া পলাতক ছিলেন। তিনি উপজেলার কৈয়ামধু গ্রামের কারিগর পাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে পুলিশ সোনা মিয়াকে খুঁজে বেড়াচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: