Saturday, August 19, 2023

টাঙ্গাইলে আওয়ামীলীগের বিক্ষোভ- সমাবেশ

রাইসুল ইসলাম লিটন:


টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে একদফা দাবির নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলে আওয়ামীলীগের বিক্ষোভ- সমাবেশ
 

শনিবার(১৯ আগস্ট) দুপুরে তাৎক্ষণিকভাবে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।


এ সময় আওয়ামীলীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: