নির্বাচন হলো একটি খেলার মতো-বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    নির্বাচন হলো একটি খেলার মতো-বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিক

    তাইবুর রহমান, সখীপুর

    আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় পানিতে ডুবে নিহত শিশু মিম (৯) ও ঝুমার (৯) বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘‘আমি রাজনীতিকে মূল্য দেই অনেক, কিন্তু তার চাইতেও বেশি মূল্য দেই মানুষকে। 

    রাজনৈতিক উত্থান-পতন রয়েছে । তবে এ অঞ্চলের মানুষ আমার কাছে এক এবং অভিন্ন। তাঁদের নিয়ে আমার কোনো দলাদলি নেই। নির্বাচন হলো একটি খেলার মতো, যতক্ষণ খেলা হয়, দুই দলে বিভক্ত হয়ে খেলতে হয়। খেলা শেষ হলেই পুনরায় একত্রে চলতে হয়।’ আমি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মার্কা (দলীয় প্রতীক) পছন্দ করি না। প্রধানমন্ত্রীকেও এ কথা বলেছি। আপনি দেশটাতে তো আগুন জ্বালিয়ে দিলেন! এমপি ইলেকশন হোক দলীয় প্রতীক দিয়ে, উপজেলাতে হোক মার্কা দিয়ে। 

    তার নিচে কেন যাবেন ? এতে চাচার সঙ্গে ভাতিজার, ভাতিজার সঙ্গে ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লেগে যায়; মনোমালিন্য হয়। কেন এটা করতে গেলেন? উনি (প্রধানমন্ত্রী) এটা স্বীকারও করেছেন—এটা ঠিক হয়নি।’

    কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মানুষের মধ্যে সম্মানবোধ ছিল। কিন্তু এখন আর সেটি পাওয়া যায় না। এখন বাবাকেই ছেলে সম্মান করে না। অনেক ছেলে বিয়ে করার পর বউকে নিয়ে খায়, অথচ মা-বাবা কী খেলো তার খোঁজও রাখে না। এটা এখন সমাজের সবচেয়ে বড় ব্যাধি। একটি আইন হচ্ছে, বাবা-মাকে দেখাশোনা না করলে জেল-জরিমানা হবে। মা-বাবা তো রাস্তার ফেলনা জিনিস নয়!’

    সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নয়ন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান, নিহত মিমের বাবা কামরুল হাসান, ঝুমার বাবা বাবুল মিয়া প্রমুখ।

    উল্লেখ্য, গত শনিবার দুপুরের পর উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকার কামরুল হাসানের মেয়ে মিম ও বাবুল মিয়ার মেয়ে ঝুমা নিখোঁজ হয়। পরে রাত ১০টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728