Friday, September 1, 2023

কালিহাতীতে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাইসুল ইসলাম লিটন 

মওলানা ভাসানী'র আদর্শে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের স্বনামধন্য ও বহুল প্রচারিত টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদের সম্পাদনায় পাঠকপ্রিয় দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকা ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পণ উপলক্ষে কালিহাতীতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কালিহাতীতে দৈনিক মজলুমের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


 আয়োজনের মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানা'র সভাপতিত্বে ও কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি দাস পবিত্র'র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, কালিহাতী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান শেখ প্রমুখ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদ, সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সহ-সভাপতি দাস পবিত্র, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান শেলী, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি আব্দুস সাত্তার, মানবজমিন পত্রিকার প্রতিনিধি শাহীন আলম, আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সবুজ সরকার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি নুরুন্নবী রবিন ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান শামীম প্রমুখ।

Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: