সখীপুরে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

    তাইবুর রহমান, সখীপুর:


    টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
    আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । 
     
    সখীপুরে বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

     
    দুপুরে বিএনপির নিজস্ব কার্যালয় থেকে রিলিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
    এ আলোচনা সভাটি পৌর বিএনপির সা. সম্পাদক মীর আবুল হাশেম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন।
     
    এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গনি, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক নুরী আজম, সদস্য সচিব নাসির উদ্দিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728