Sunday, September 17, 2023

সখীপুরে মাছ ধরতে গিয়ে একবৃদ্ধের মৃত্যু !

তাইবুর রহমান, সখীপুর:


 টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একবৃদ্ধের মৃত্যু হয়েছে। 
আজ (১৭ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার বেড়বাড়ি এলাকার গাজীর দোকান পারে এ ঘটনা ঘটে।  শওকত আলী (৬০) এর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত রাজ্জাকের ছেলে।
সখীপুরে মাছ ধরতে গিয়ে একবৃদ্ধের মৃত্যু !
 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সে উপজেলার বেড়বাড়ি এলাকায় গাজীর দোকান পারে মাছ ধরতে এসে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে । পরে তাকে উদ্ধার করতে না পেরে  টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে  খবর জানায় । খবর পেয়ে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা করে তাকে দুপুর ২ টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের প্রধান, লিডার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, আমরা বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং প্রায় তিন ঘন্টা চেষ্টা করে তার লাশ উদ্ধার করা হয়। তার ছেলে ও পরিবারের লোকজনের নিকট লাশ হস্তান্তর করা হয়।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: