Tuesday, September 26, 2023

সখীপুরে ওসির প্রত্যাহার চাইলেন জনপ্রতিনিধিরা

তাইবুর রহমান, সখীপুর:

টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় ওসির প্রত্যাহার চাইলেন জনপ্রতিনিধিরা।

সখীপুরে ওসির প্রত্যাহার চাইলেন জনপ্রতিনিধিরা
মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, ওসি (তদন্ত) সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম মুক্তা বলেন, সখীপুরের পরিবেশ আগে অনেক ভাল ছিলো। বর্তমানে খুবই খারাপ। সখীপুরের আইন-শৃঙ্খলা দিন দিন চরম অবনতি হচ্ছে। তাই তিনি ওসিকে প্রত্যাহারের দাবি জানান। পরে তাঁর বক্তব্যের সাথে উপজেলা চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান এবং কমিটির সদস্যবৃন্দ সহমত পোষণ করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় ওসিকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। দাবিটি রেজুলেশনে উঠানোর জন্য সুপারিশ করা হয়েছে।


Akota Clinik

শেয়ার করুন

0 coment rios: