মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কৃষকের মৃত্যু
মোঃমিলন ইসলাম, বাসাইল:
টাঙ্গাইলের বাসাইলে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শের আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের আতরাইল বিলে এ ঘটনা ঘটে।
নিহত শের আলী তিরঞ্চ মধ্যপাড়ার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে।
ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান,কৃষক শেরআলী প্রতিদিনের মতন ফজরের নামাজ
শেষ করে নৌকায় মাছ ধরার জাল নিয়ে আতরাইল বিলে যায়। সকালের নাস্তার বেলা
গড়িয়ে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু
করে।
বেলা দেড়টা’র দিকে নিহতের ছোটভাই নৌকা নিয়ে
বিলে গেলে তার ভাইয়ের নৌকা ও ব্যবহারের গামছা দেখতে পায়। এসময় লোকজন নিয়ে
গিয়ে নিহতের লাশ শনাক্ত ও উদ্ধার করে।
বাসাইল
পিডিবি’র দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদার বলেন ,এ
বিষয়ে আমাকে কেউ কোন তথ্য দেয়নি,এ টি পিডিবি’র সংযোগ কিনা এবিষয়ে আমি
কনফিউজড ।খোঁজ নিয়ে আমি এবিষয়ে বক্তব্য দেবো।
বাসাইল থানার তদন্ত কর্মকর্তা(ওসি) আবু হানিফ সরকার বলেন,নিহতের পরিবারের এই বিষয়ে কোন অভিযোগ নেই। কোন মামলা দায়ের করা হয়নি।
No comments