ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

    নিজস্ব প্রতিবেদক:

    টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
    রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালকের ছেলে।

    স্থানীয়রা জানায়, দুপুরে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় ভাতিজা ইয়াসিন ইসলাম করিম পেছন থেকে আম গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার গ্রেফতার করে।

    ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728