বাসাইল পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার ১০টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাষ্টার প্ল্যান প্রণয়ন সংক্রান্ত কর্মশালাটি বাসাইল পৌরসভা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, প্রকল্পটির টিম লিডার আখতার হোসেন চৌধুরী, প্রকল্পের নগর পরিকল্পনাবিদ হিসাম উদ্দীন চিশতী, শেলটেক কনসালটেন্টস এর ডিজিএম আবু মুছা মো. আব্দুল্লাহ, এলজিইডি’র জুনিয়র নগর পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন, শেলটেকের এজিএম আব্দুল্লাহ আল মাসুদ, শেলটেকের আর্কিটেক্ট রাশিদ আজম আদিল, হাইড্রোলোজিস্ট সুবির বিশ্বাস, সহকারী নগর পরিকল্পনাবিদ আশিক আলী মুরাদ, আল মুস্তাকিন অপূর্ব, মুহাল্লিল আবতাহী, বাসাইল পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র নবীনুর রহমান খান, কাউন্সিলর রাসেল খানশূর প্রমুখ।
No comments