বাসাইলে ১০ কেজি গাঁজাসহ আটক ৪
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার(১০ মার্চ) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা হাইপ্রেশার সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার ময়দান এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো. রহিমা বাদশা(৩০),মৃত ইমান আলীর ছেলে মো. মুক্তার আলী (৩৮),মৃত মাজন মিয়ার ছেলে মো. মাসুদ রানা(২৯) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে মো. জাহিদুল ইসলাম(২৪)।
বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাইপ্রেশার সিএনজি পাম্পের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়। ১০ কেজি গাঁজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ টাকা। আটককৃতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছে।
এ ঘটনায় আটক চারজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে
No comments