বাসাইলে ইউএনও এবং পিআইও’কে বিদায়ী সংবর্ধনা - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে ইউএনও এবং পিআইও’কে বিদায়ী সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক : 

     

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

     

    বাসাইলে ইউএনও এবং পিআইও’কে বিদায়ী সংবর্ধনা
    সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

     উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার জমাদার, জাদিদুর রহমান রুনুসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।   

    বিদায়ী পিআইও শাখাওয়াত হোসেন তার বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘দীর্ঘদিন এই বাসাইল উপজেলায় কাজ করার সুযোগ পেয়েছি। দীর্ঘদিন কাজ করার কারণে মনে হয়েছে, আমি বাসাইলেরই লোক।’ উপজেলায় উন্নয়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা পাওয়ায় তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন।

    বিদায়ী ইউএনও রফিকুল হক বলেন, ‘বাসাইলের মানুষ ও উপজেলার বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে মাত্র অল্পদিন কাজ করার সুযোগ পেয়েছি। পারিবারিক কারণে বাসাইল থেকে বিদায় নিচ্ছি। এই অল্পদিনে কতটা কাজ করতে পেয়েছি, সেটা আপনারা জানেন। আপনারা সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।’

    উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘ইউএনও রফিকুল হক একজন বিনয়ী ও ধার্মিক মানুষ। তিনি অল্পদিনে বাসাইলের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। অনেকে হয়তো ভাবছেন- তাকে এখান থেকে বদলি করা হয়েছে, আসলে এটা মোটেও না। তিনি পারিবারিক কারণে স্বেচ্ছায় বদলি হয়েছেন। তার মতো একজন ভালো মানুষ বাসাইলে খুবই প্রয়োজন ছিল।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728