দেলদুয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
দেলদুয়ার প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে ।
দিবসের কর্মসূচির মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা । দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভীনের সভাপতিত্বে মহান স্বধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এসএম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক ও বিভিন্ন সরকারী -বেসরকারি কর্মকর্তা-কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
No comments