সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবি ব্যাংক ম্যানেজারের মৃত্যু - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবি ব্যাংক ম্যানেজারের মৃত্যু

    সখীপুর প্রতিনিধি :

    টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

    সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবি ব্যাংক ম্যানেজারের মৃত্যু


    ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় উপজেলার কাহারতা গ্রামে (তার বোনের বাড়ি) এ ঘটনা ঘটে।

    নিহত রায়হান শিপন উপজেলার পাহাড়কাঞ্চনপুর গ্ৰামের মো: নূরুল ইসলামের ছেলে। নিহত রায়হান শিপন এবি ব্যাংক সখীপুর উপশাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

    জানা যায়, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে আসে। সকালে গোসল করতে গিয়ে পাম্পের সুইচ দিতে গেলে সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

    এ সময় বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

    উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার পর  পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছি।  হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই ম্যানেজারের মৃত্যু হয়েছে।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728