সখীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল
সখীপুর প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগী-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৭ অক্টোবর) বিকেলে সখীপুর তালতলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক,টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাও: শফিকুল ইসলাম খান, সখীপুর উপজেলা শাখার সাবেক আমীর হায়দার আলী মাস্টার প্রমুখ।
No comments