বাসাইলে শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত - TangailTimes24
  • সংবাদ শিরোনাম

    বাসাইলে শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক :


    টাঙ্গাইলের বাসাইলে উপজেলা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। 

    বাসাইলে শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত


    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শওকত আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল গৌবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মণিকা মল্লীক, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।  


    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ৪র্থ “অর্থনৈতিক শুমারি-২০২৪’  ডিজিটাল পদ্ধতিতে ট্যাবলেট ব্যবহার করে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর দেশব্যাপী পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অর্থনৈতিক শুমারি-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন সংশ্লিষ্টরা।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728