পাথরাইলে বিএনপির নেতা লাভলুর মত বিনিময়
নাগরপুর প্রতিনিধি:
নাগরপুর থেকে দেলদুয়ার উপজেলার পথসভার একপর্যায়ে পুটিয়াজানি হাজী আব্দুল লতিফ সরকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন আহাম্মেদের উপস্থিতিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মো. রবিউল আউয়াল লাভলু।
এসময় তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারকে বিতাড়িত করায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অসামান্য।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী দেশের এ অর্জনে যে অবদান রেখেছে তার ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। জ্ঞান অর্জন ও লেখাপড়ার কোন বিকল্প নেই। সুশিক্ষিত হয়ে সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠন ও দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। সকল প্রকার অন্যায়, দূর্নীতি রুখে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে জালিমের হাতে রেখে দেশ ছেড়ে যাননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সর্বদা দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে ও দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের দুর্নীতির স্থান নেই। যদি দলের কেউ কোন প্রকার বেআইনি কাজ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, চাঁদাবাজি জোর জুলুমের সাথে সম্পৃক্ত থাকে তবে তাদের ধরে আইনের আওতায় দিয়ে দিন। এটা বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথা। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয় দেই না। আমিও যদি অন্যায় করি তবে আমার বিরুদ্ধে আপনারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও বি আর ডিবিএর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান কায়েস চঞ্চল, দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক শিবলু তালুকদার, যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এম ওসমান গাজী, দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল হোসেন, ওলামা দলের সভাপতি মো.আবু বকর সিদ্দিক, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, নাগরপুর উপজেলা যুবদলের সদস্য মো.শামছুল আলম ও মাহাবুব সহ নাগরপুর দেলদুয়ার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
No comments